০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম
নতুন বাসায় উঠছেন মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৫:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১১৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর বাসা পরিবর্তন করছেন। আগামীকাল রোববার উত্তরার বাসা ছেড়ে গুলশানের নতুন বাসায় উঠবেন তিনি।
শনিবার (১৩ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার বিএনপি মহাসচিব গুলশান-২ নম্বরের ৭১ নম্বর রোডের একটি বাসায় উঠছেন। ওই এলাকার ৭৯ নম্বর সড়কের বাসায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
একই এলাকার ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়।শায়রুল কবির বলেন, উত্তরার বাসা থেকে দলিয় কার্যালয়ে আসা-যাওয়ায় অনেক ঝামেলা পোহাতে হয়। এ ছাড়া প্রচণ্ড যানজটে প্রায়ই অসুস্থ হয়ে হয়ে পড়েন তিনি। এ কারণে বাসা পরিবর্তন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ট্যাগস