০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০২:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ১০০ বার পড়া হয়েছে

তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার (১৪ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে সংসদ সদস্যদের পাশাপাশি তুরস্কের লাখ লাখ ভোটার আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। খবর আনাদোলু এজেন্সির।

দুই দশক ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ভোটগ্রহণের জন্য দেশজুড়ে এক লাখ ৯১ হাজার ৮৮৫ ব্যালট বক্স দেশটির বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। নির্বাচনে ভোট দিতে এরইমধ্যে ৬ কোটি ৪১ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ১৭ লাখের বেশি প্রবাসী তাদের ভোট প্রয়োগ করেছেন। দেশটির মোট ভোটারের মধ্যে ৪৯ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।

প্রত্যেক ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। একটি প্রেসিডেন্টের জন্য এবং অন্যটি সংসদ সদস্য নির্বাচনের জন্য। উভয়েই পাঁচ বছরের মেয়াদে কাজ করবেন। এই নির্বাচনে ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ভোটার দুটি ব্যালট দেবেন, একটি রাষ্ট্রপতির জন্য এবং অন্যটি সংসদ সদস্যদের জন্য, উভয়েই পাঁচ বছরের মেয়াদে কাজ করবেন।

ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনঃনির্বাচন চাইছেন। আর প্রধান বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লু এবং সিনান ওগান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাষ্ট্রপতি পদের আরেক প্রতিদ্বন্দ্বি মুহাররেম ইনসে বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এই নির্বাচনে ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে পাঁচটি বহুদলীয় ব্লক রয়েছে : পিপলস অ্যালায়েন্স, নেশন অ্যালায়েন্স, অ্যান্সট্রাল অ্যালায়েন্স, লেবার অ্যান্ড ফ্রিডম অ্যালায়েন্স এবং ইউনিয়ন অফ সোশ্যালিস্ট ফোর্সেস অ্যালায়েন্স।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ০২:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার (১৪ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে সংসদ সদস্যদের পাশাপাশি তুরস্কের লাখ লাখ ভোটার আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। খবর আনাদোলু এজেন্সির।

দুই দশক ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ভোটগ্রহণের জন্য দেশজুড়ে এক লাখ ৯১ হাজার ৮৮৫ ব্যালট বক্স দেশটির বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। নির্বাচনে ভোট দিতে এরইমধ্যে ৬ কোটি ৪১ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ১৭ লাখের বেশি প্রবাসী তাদের ভোট প্রয়োগ করেছেন। দেশটির মোট ভোটারের মধ্যে ৪৯ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।

প্রত্যেক ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। একটি প্রেসিডেন্টের জন্য এবং অন্যটি সংসদ সদস্য নির্বাচনের জন্য। উভয়েই পাঁচ বছরের মেয়াদে কাজ করবেন। এই নির্বাচনে ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ভোটার দুটি ব্যালট দেবেন, একটি রাষ্ট্রপতির জন্য এবং অন্যটি সংসদ সদস্যদের জন্য, উভয়েই পাঁচ বছরের মেয়াদে কাজ করবেন।

ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনঃনির্বাচন চাইছেন। আর প্রধান বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লু এবং সিনান ওগান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাষ্ট্রপতি পদের আরেক প্রতিদ্বন্দ্বি মুহাররেম ইনসে বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এই নির্বাচনে ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে পাঁচটি বহুদলীয় ব্লক রয়েছে : পিপলস অ্যালায়েন্স, নেশন অ্যালায়েন্স, অ্যান্সট্রাল অ্যালায়েন্স, লেবার অ্যান্ড ফ্রিডম অ্যালায়েন্স এবং ইউনিয়ন অফ সোশ্যালিস্ট ফোর্সেস অ্যালায়েন্স।