৯ মাস পর হাসলো তামিমের ব্যাট
- আপডেট সময় ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১২৪ বার পড়া হয়েছে
চলতি বছরটা খুব একটা ভালো কাটছিল না টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ইকবালের। তবে ইংল্যান্ড সফরে রান খরা কাটালেন তামিম, তুলে নিলেন ক্যারিয়ারের ৫৬তম অর্ধশতক।
সর্বশেষ ২০২২ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে হাফ-সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। মাঝে ৯ ইনিংসে ৭ বার দুই অঙ্কের কোটা পেরিয়েছিলেন তিনি। আর এক ইনিংসে অপরাজিত ৪১ রান এসেছিল তার ব্যাট থেকে। ক্রিকেটের এ সংস্করণে ৯ ম্যাচ পর হাসলো লাল-সবুজের এই প্রতিনিধির ব্যাট।
এই ম্যাচে একপ্রান্ত আগলে রেখে ৫ চারে ৬১ বলে ফিফটি তুলে নেন তিনি। ইনিংসের শুরুতেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন তামিম। ১ রানেই জীবন পান এই ওপেনার। ১ রানে থাকতে জশ লিটলের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলেছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে সহজ সেই ক্যাচ নিতে পারেননি অ্যান্ড্রু বালবার্নি। জীবন পেয়েই ৫৬তম ফিফটি হয়ে গেল বাংলাদেশ অধিনায়কের।
জশ লিটলের অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাট চালিয়ে থার্ডম্যান দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতক তুলে নেন বাঁ-হাতি এই ওপেনার। পঞ্চম উইকেটে তামিমের সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিকুর রহিম। ৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৩ রান। তামিম ৬৪ ও মুশফিক ৪ রানে অপরাজিত।