১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ছেলের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ১২৬ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় ছেলেকে বাঁচাতে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তা চান বাবা। পরে পুলিশ ওই তরুণকে উদ্ধার করেছে। মঙ্গলবার (১৬ মে) বিকালে পাবনার সাঁথিয়া কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাবনার সাঁথিয়া কাঁচা বাজারের কাছে একটি ভাড়া বাসা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার আঠার বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছেন এবং সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তারা অনেক বোঝানোর চেষ্টা করছেন কিন্তু ছেলে কিছুতেই দরজা খুলছে না এবং দরজা ভাঙ্গার চেষ্টা করলে ফাঁসি দেওয়ার হুমকি দিচ্ছেন।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল গোলাম কিবরিয়া কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে পাবনার সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। সাঁথিয়া থানা পুলিশের একটি দল আত্মহত্যা চেষ্টাকারী ছেলেটিকে বুঝিয়ে শান্ত করলে একপর্যায়ে সে দরজা খুলে বেরিয়ে আসেন। সাঁথিয়া থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই রেজোয়ান মীর ৯৯৯ কে বিষয়ে নিশ্চিত করেন।

৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, তিনি (বাবা) নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তার ছেলে প্রচুর টাকা পয়সা অপচয় করত। সে লেখা পড়া ছেড়ে দিয়েছে। এসব নিয়ে তাকে বকা দেওয়ায় এবং টাকা না দেওয়ায় সে আত্মহত্যার চেষ্টা করে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ছেলের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোন

আপডেট সময় ০৫:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

পাবনার সাঁথিয়ায় ছেলেকে বাঁচাতে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তা চান বাবা। পরে পুলিশ ওই তরুণকে উদ্ধার করেছে। মঙ্গলবার (১৬ মে) বিকালে পাবনার সাঁথিয়া কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাবনার সাঁথিয়া কাঁচা বাজারের কাছে একটি ভাড়া বাসা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার আঠার বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছেন এবং সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তারা অনেক বোঝানোর চেষ্টা করছেন কিন্তু ছেলে কিছুতেই দরজা খুলছে না এবং দরজা ভাঙ্গার চেষ্টা করলে ফাঁসি দেওয়ার হুমকি দিচ্ছেন।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল গোলাম কিবরিয়া কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে পাবনার সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। সাঁথিয়া থানা পুলিশের একটি দল আত্মহত্যা চেষ্টাকারী ছেলেটিকে বুঝিয়ে শান্ত করলে একপর্যায়ে সে দরজা খুলে বেরিয়ে আসেন। সাঁথিয়া থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই রেজোয়ান মীর ৯৯৯ কে বিষয়ে নিশ্চিত করেন।

৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, তিনি (বাবা) নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তার ছেলে প্রচুর টাকা পয়সা অপচয় করত। সে লেখা পড়া ছেড়ে দিয়েছে। এসব নিয়ে তাকে বকা দেওয়ায় এবং টাকা না দেওয়ায় সে আত্মহত্যার চেষ্টা করে।