‘নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ’
- আপডেট সময় ০৮:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১০৫ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পাঁচ সিটি নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (১৮ মে) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসি যে নির্দেশনা দিয়েছে, আমরা ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছি। জাতীয় নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে থাকবো। তিনি বলেন, পাঁচ সিটি নির্বাচনেও ইসির জারি করা পরিপত্রের আলোকে কাজ করবে পুলিশ।
প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যখন যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, তখন সে ব্যবস্থা গ্রহণ করব। আবদুল্লাহ আল মামুন বলেন, আশা করছি পাঁচ সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারব।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র্যাব, বিজিবি ও আনসারের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।