‘বিএনপির আন্দোলন বসে যাওয়া গাড়ি স্টার্ট দেওয়ার মতো’

- আপডেট সময় ০৮:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৪৩ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলন বসে যাওয়া গাড়ি স্টার্ট (চালু) দেওয়ার মতো। বিএনপি দলটা তো বসে গেছে, সে জন্য তারা মাঝে মধ্যে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা দেয়। শুক্রবার (১৯ মে) চট্টগ্রামের মোজাফফর নগরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণ যোগ্যতা বা আস্থা কতটুকু তা বুঝতে বিএনপির নেতারা ব্যর্থ হয়েছেন। কারণ, যে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল তারা এখন ঘোষণা করেছে বাংলাদেশকে ২ দশমিক ২৫ ডলার সহায়তা করার। এ ছাড়াও জাপান বলেছে, ৩০ বিলিয়ন ইয়েন সহায়তা করবে।
আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে একটি অনুপ্রেরণা। তিনি বলেন, যাদের দৃষ্টি শক্তি ও বোধ শক্তি আছে তারা এগুলো বুঝতে পারে। বিএনপির নেতারা কেন দৃষ্টিহীন, বোধ শক্তিহীন হয়ে গেলেন সেটা আমার কাছে বোধগম্য নয়।