ভক্তদের সুখবর দিলেন পূজা
- আপডেট সময় ০৯:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ২১৭ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি আসন্ন ৪ জুন ভক্তদের সঙ্গে সময় কাটাবেন। তিনি এমন ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
পূজা লিখেছেন, ‘আসছে আগামী ৪ জুন আমি থাকছি পূজা চেরি লাভার্স গেট টুগেদার পার্টিতে। আমি থাকছি আপনাদের সঙ্গে একটা দিন আনন্দক্ষণ সময় পার করতে।’তিনি আরও লিখেন- ‘তাই সকলে উপরের ছবিতে দেখানো নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে চলে আসুন পূজা চেরি লাভার্স গেট টুগেদারে। অথবা যোগাযোগ করুন লাভার্স গ্রুপের অ্যাডমিন সদস্যদের সঙ্গে।’
ভক্তদের নিয়ে পূজা বলেন, আমার ভক্তদের জন্যই আমি আজকের পূজা। তাদের ভালোবাসা ছাড়া এখানে আসা সম্ভব ছিল না। আমি সব সময় তাদের প্রতি কৃতজ্ঞ; আর তার জন্যই একটি দিন ভক্তদের সঙ্গে পার করার এ উদ্যোগে শামিল হচ্ছি। আশা করছি খুব ভালো একটি দিন কাটবে ভক্তদের সঙ্গে।
প্রসঙ্গত, পূজা চেরি অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নাকফুল’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আলোক হাসান।











