দুদককে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে : জাহাঙ্গীর
- আপডেট সময় ০৮:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১২৫ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমি নির্দোষ। বিনা কারণে দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে। রোববার (২১ মে) দুদকের প্রধান কার্যালয় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
গত বছরের জুন মাসে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এ জন্য দুই সদস্যের টিম গঠন করা হয়।
পরে এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জাহাঙ্গীরকে চলতি মাসের ২২ মে’র মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক আলী আকবর অনুরোধ করেন। এদিকে, আজ বেলা ১১টায় গাজীপুর শহরের প্রকৌশলী ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।
ইশতেহারে রয়েছে- নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের ২ মাসের মধ্যে সরকার প্রবর্তিত নিয়মের মধ্যে একটি অর্গানোগ্রাম এবং সার্ভিস রোল প্রণয়ন করার ঘোষণা। সরকার প্রবর্তিত এবং স্থানীয় সরকারের বাইরে কোনো কার্যক্রম না করার ঘোষণাসহ অনেক প্রত্যাশা পূরণের কথা রয়েছে ইশতেহারে।