দালাল থেকে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ বিআরটিএর
- আপডেট সময় ০৭:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১১৪ বার পড়া হয়েছে
তৃতীয় পক্ষ বা কোনো দালাল থেকে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গ্রাহকের নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে মোটরযানের কর ও ফি’সহ সকল লেনদেন করার জন্য বলা হয়েছে।
সোমবার (২৩ মে) বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত ‘দালাল চক্র হতে সাবধানসংক্রান্ত বিআরটিএর সতর্কীকরণ’ শীর্ষক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।এতে বলা হয়, সকল গ্রাহকদের জানানো যাচ্ছে যে—মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সসংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য মোটরযানের কর ও ফি পরিশোধকালে
(যেমন, অনুমিত আয়কর, অগ্রিম আয়কর, ভ্যাট, সম্পূরক কর ইত্যাদির অর্থ) নির্ধারিত ব্যাংক কাউন্টার অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা ব্যাংক কার্ডের মাধ্যমে জমা দিতে হয়। এ ক্ষত্রে তৃতীয় পক্ষ বা কোনো দালালের মাধ্যমে এ অর্থ প্রদান করা হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিআরটিএ সংশ্লিষ্ট সকল অর্থ অনলাইনে প্রদানকালে মালিকের নিজস্ব ব্যাংক কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) হিসাব-অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে বিআরটিএর ওয়েবসাইট ভিজিট করে সকল বিষয় অবহিত হওয়ার জন্য কিংবা বিআরটিএ অফিসে সরাসরি যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।