০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

চাঁদের বক্তব্য ‘স্লিপ অব টাং’ : রিজভী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৭৮ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্য ‘স্লিপ অব টাং’ উল্লেখ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে’ আবু সাঈদ চাঁদের এমন বক্তব্য ‘স্লিপ অব টাং’। চাঁদের এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে একটি অবনতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ, শেখ হাসিনা প্রকাশ্যেই খালেদা জিয়াকে পদ্মা নদী থেকে টুস করে ফেলে দিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকেও পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন।

তিনি বলেন, পত্রিকায় দেখলাম সোমবার চট্টগ্রামে প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে চললেও পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করেনি। তার বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত হয়নি। বিএনপির এই নেতা বলেন, দেশকে নরক রাষ্ট্রে পরিণত করেছে সরকার।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাণ্ডব চালাচ্ছে। শেখ হাসিনা গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে রিজভী বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতায় হস্তান্তর না করা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না।

জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। জনগণ তাদের দাবি আদায় করবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী শেখ হাসিনা বাংলাদেশে সব সন্ত্রাসের উসকানিদাতা ও হুকুমদাতা। এ ছাড়া শুধু হত্যা নয়, মৃত লাশের ওপর নৃত্য করার দৃশ্যও প্রত্যক্ষ করে বিশ্ববাসী।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

চাঁদের বক্তব্য ‘স্লিপ অব টাং’ : রিজভী

আপডেট সময় ০৭:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্য ‘স্লিপ অব টাং’ উল্লেখ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে’ আবু সাঈদ চাঁদের এমন বক্তব্য ‘স্লিপ অব টাং’। চাঁদের এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে একটি অবনতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ, শেখ হাসিনা প্রকাশ্যেই খালেদা জিয়াকে পদ্মা নদী থেকে টুস করে ফেলে দিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকেও পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন।

তিনি বলেন, পত্রিকায় দেখলাম সোমবার চট্টগ্রামে প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে চললেও পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করেনি। তার বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত হয়নি। বিএনপির এই নেতা বলেন, দেশকে নরক রাষ্ট্রে পরিণত করেছে সরকার।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাণ্ডব চালাচ্ছে। শেখ হাসিনা গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে রিজভী বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতায় হস্তান্তর না করা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না।

জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। জনগণ তাদের দাবি আদায় করবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী শেখ হাসিনা বাংলাদেশে সব সন্ত্রাসের উসকানিদাতা ও হুকুমদাতা। এ ছাড়া শুধু হত্যা নয়, মৃত লাশের ওপর নৃত্য করার দৃশ্যও প্রত্যক্ষ করে বিশ্ববাসী।