সৌদি পৌঁছেছেন ৬৯৬৭ হজযাত্রী
- আপডেট সময় ০৯:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১১২ বার পড়া হয়েছে
হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (২৩ মে) রাত তিনটার দিকে বিভিন্ন সূত্রের বরাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, এখন পর্যন্ত যেসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৪৭৮ জন। এর আগে, গত ২১ মে চলতি বছরে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।