রাসিক নির্বাচন : চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জনের মনোনয়ন জমা
- আপডেট সময় ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ৭৭ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর (পুরুষ) ১২৪ ও সংরক্ষিত আসনে ৪৬ জন নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৪ মে) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৩ মে) রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। গত ৩০ এপ্রিল থেকে মনোনয়ন উত্তোলন শুরু হয়।
মেয়র পদে ব্যক্তিরা হলেন, আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলনের মুর্শিদ আলম, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন ও জাকের পার্টির লতিব আনোয়ার। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার মোট ১৭৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।
তাদের মধ্যে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর (পুরুষ) ১২৪ ও সংরক্ষিত আসনের ৪৬ জন নারী মনোনয়ন জমা দিয়েছেন। তবে আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।