০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের সেই আজিজুরের প্রার্থিতা বাতিল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ৮০ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় ভোটারদের বলা হয়েছিল ‘নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেওয়া হবে না।’ ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের এমন বক্তব্যের পর আলোচনায় উঠে আসে ভোটারদের ভয়ভীতির বিষয়টি।

এ ঘটনায় অন্যান্য প্রার্থীর ন্যায় ভোটাররা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে ছিল। অবশেষে সেই পদক্ষেপ নিয়েছে কমিশন। অভিযোগ আমলে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের একদিন আগে বুধবার নির্বাচন কমিশনের শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

এরফলে আজিজুর বৃহস্পতিবারের ভোটের ব্যালটে থাকছেন না। ইভিএম হওয়ায় ভোটের ব্যালটে তার প্রতীকের বোতাম থাকবে না। ওই ওয়ার্ডে তার অন্য যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে ভোটের লড়াই হবে। এদিকে ইসির সিদ্ধান্তে হতাশ আজিজুর বলেন, কাল নির্বাচন, আর কিছু করার থাকলো না। আদালতের দ্বারস্থ হওয়ার মতো আর সুযোগ পেলাম না।

আজিজুর রহমান গত সোমবার এক জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবেন না’ বলে বক্তব্য দেন। এমন বক্তব্যের বিষয়ে ভোটের আগের দিন আজ বুধবার নির্বাচন কমিশনে শুনানি হয়। ইসি সচিব মো. জাহাঙ্গীর বলেন, এ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রার্থী স্বীকার করায় লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন বলে জানান তিনি। ইসি সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে ৪ নির্বাচন কমিশনারের সামনে ওই প্রার্থী ব্যাখ্যা দেন এবং ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু ক্ষমা গৃহীত হয়নি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের সেই আজিজুরের প্রার্থিতা বাতিল

আপডেট সময় ১০:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় ভোটারদের বলা হয়েছিল ‘নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেওয়া হবে না।’ ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের এমন বক্তব্যের পর আলোচনায় উঠে আসে ভোটারদের ভয়ভীতির বিষয়টি।

এ ঘটনায় অন্যান্য প্রার্থীর ন্যায় ভোটাররা নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে ছিল। অবশেষে সেই পদক্ষেপ নিয়েছে কমিশন। অভিযোগ আমলে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের একদিন আগে বুধবার নির্বাচন কমিশনের শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

এরফলে আজিজুর বৃহস্পতিবারের ভোটের ব্যালটে থাকছেন না। ইভিএম হওয়ায় ভোটের ব্যালটে তার প্রতীকের বোতাম থাকবে না। ওই ওয়ার্ডে তার অন্য যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে ভোটের লড়াই হবে। এদিকে ইসির সিদ্ধান্তে হতাশ আজিজুর বলেন, কাল নির্বাচন, আর কিছু করার থাকলো না। আদালতের দ্বারস্থ হওয়ার মতো আর সুযোগ পেলাম না।

আজিজুর রহমান গত সোমবার এক জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবেন না’ বলে বক্তব্য দেন। এমন বক্তব্যের বিষয়ে ভোটের আগের দিন আজ বুধবার নির্বাচন কমিশনে শুনানি হয়। ইসি সচিব মো. জাহাঙ্গীর বলেন, এ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রার্থী স্বীকার করায় লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন বলে জানান তিনি। ইসি সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে ৪ নির্বাচন কমিশনারের সামনে ওই প্রার্থী ব্যাখ্যা দেন এবং ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু ক্ষমা গৃহীত হয়নি।