০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম
গাসিক নির্বাচন ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১১১ বার পড়া হয়েছে
কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা।
ভোটগ্রহণ হয়েছে ৪৮০টি কেন্দ্রে। এ নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নেন ৩৩৩ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী রয়েছেন।
এই সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ট্যাগস