মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন চুন্নু

- আপডেট সময় ০৫:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১১১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পরদিন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। রাজধানীর গুলশানে মার্কিন দূতের বাসভবনে বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টায় এই বৈঠকটি শুরু হয়। শেষ হয় পৌনে ২টায়।
বৈঠক শেষে বেরিয়ে জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, মার্কিন সরকার বাংলাদেশের জন্য যে ভিসা নীতি ঘোষণা করেছে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়েছে। প্রতিটি দলই তাদের মতামত দিয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নীতির উদ্দেশ্য বাংলাদেশে ফেয়ার ইলেকশন এবং নির্বাচনটা যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। এই ব্যাপারে আমাদের দলও একমত। জাপার মহাসচিব বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে আমরা বলেছি, তারা যে ভিসা নীতি ঘোষণা করেছে তাতে আমাদের কোনো আপত্তি নেই। বৈঠকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত ছিলেন।
বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।