আওয়ামী লীগ বুলেট বোমাকে ভয় করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ৮০ বার পড়া হয়েছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বুলেট বোমার ভয় আমাদেরকে দেখাবেন না। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী বুলেট বোমাকে ভয় করে না। ভয় দেখাতে আসলে সরকারের আইন আছে।
সরকারের আইন ব্যর্থ হলে রাজপথের রাজনীতিতে আমরা যে কোনো অপশক্তিকে প্রতিহত করতে জানি। শনিবার (২৭ মে) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারঘাট-বাঘা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহরিয়ার আলম বলেন, আমরা চাই সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন। সুষ্ঠু একটি নির্বাচনে এই বাঘার তুলশিপুরে আমার ভাইকে মারধর করা হয়েছে। আমরা আর মেনে নেব না। আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ তা মেনে নেবে না।
আমরা দেখেছি বিএনপি-জামায়াত নির্বাচনী কর্মকর্তাকে দোতলা থেকে ফেলে দিয়েছে।তিনি আরও বলেন, আমরা চাই সামনে এসব ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে চূড়ান্ত রায় হোক।