০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম
ছেলেকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন মেয়র জায়েদা খাতুন
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৪:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৯৯ বার পড়া হয়েছে
ছেলে জাহাঙ্গীর আলমকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন।
রোববার (২৮ মে) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে পাঁচ শতাধিক নেতাকর্মী ছিলেন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন মেয়র জায়েদা খাতুন। পরে সাংবাদিকদের তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে আমি সবার সহযোগিতা নেব।
সবার সহযোগিতা নিয়ে মিলেমিশে সিটির উন্নয়নের কাজ করব। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের সমর্থক হিসেবেই আছি। কে কি বলল তাতে আমাদের কিছুই যায় আসে না।
ট্যাগস











