মুম্বাইয়ে কেন জায়েদ খান!

- আপডেট সময় ০৪:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৭ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।
বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (২০ ফেব্রুয়ারি) মুব্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। তবে কি কারণে সেখানে তিনি গেছেন তা এখনও পরিস্কার করে বলেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন মুহূর্তের ছবিও প্রকাশ করায় অনেকে মজা করে বলছেন, নিশ্চয়ই বলিউডে অভিনয় করতে যাচ্ছেন বাংলার দাবাঙ!
সত্যিই বলিউডে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে জায়েদের। গণমাধ্যমের এমন প্রশ্নে তিনি শুধু বললেন, ‘ধামাকা আসছে’। এর বেশিকিছু বলতে চাইলেন না। বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু খোলাসা করবেন না বলেও জানালেন। তবে কি সত্যিই বলিউডে অভিনয় করছেন জায়েদ খান? নাকি অন্য কিছু? এমন সব প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন ভক্তরা। এখন সময়ই বলে দিবে ঠিক কি কারণে মুম্বাইয়ে জায়েদ খান।