০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

মেঘনায় চলন্ত লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ১০৭ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলায় ঢাকাগামী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ সময় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালালেও নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (৩ জুন) লঞ্চ মাস্টার মো. নোমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৮টায় বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন লঞ্চঘাটের উত্তর পাশের মেঘনায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রী মো. শাহাজান (৬০) শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

লঞ্চের যাত্রীরা জানান, শাহাজান তার স্ত্রী ও এক শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিল। এ সময় তিনি নিচতলার ডেকের যাত্রী ছিলেন। শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে শাহাজান চলন্ত লঞ্চের পেছনের অংশে যান। এ সময় পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ শাহাজানের স্ত্রী জানান, আমার স্বামীর মরদেহ চাই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুক্রবার রাতে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে নৌ-পুলিশ, ডুবুরি এসে উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি। লঞ্চ মাস্টার মো. নোমান জানান, নিখোঁজ ব্যক্তির স্ত্রী ও ছেলে তাদের জানিয়েছেন, শুক্রবার রাতে ছেলেকে টয়লেটে নিতে শাজাহান লঞ্চের পেছনে যান।

এ সময় লঞ্চ থেকে পড়ে যান তিনি। পরে প্রায় এক ঘণ্টা নদীতে খোঁজ করে পাওয়া যায়নি। এ সময় ছেলে ও স্ত্রীকে হাকিমউদ্দিন ঘাটে নামিয়ে দেওয়া হয়। সংবাদ পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ড টিম উদ্ধার অভিযান শুরু করেছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মেঘনায় চলন্ত লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

আপডেট সময় ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

ভোলার চরফ্যাশন উপজেলায় ঢাকাগামী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ সময় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালালেও নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (৩ জুন) লঞ্চ মাস্টার মো. নোমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৮টায় বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন লঞ্চঘাটের উত্তর পাশের মেঘনায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রী মো. শাহাজান (৬০) শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

লঞ্চের যাত্রীরা জানান, শাহাজান তার স্ত্রী ও এক শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিল। এ সময় তিনি নিচতলার ডেকের যাত্রী ছিলেন। শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে শাহাজান চলন্ত লঞ্চের পেছনের অংশে যান। এ সময় পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ শাহাজানের স্ত্রী জানান, আমার স্বামীর মরদেহ চাই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুক্রবার রাতে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে নৌ-পুলিশ, ডুবুরি এসে উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি। লঞ্চ মাস্টার মো. নোমান জানান, নিখোঁজ ব্যক্তির স্ত্রী ও ছেলে তাদের জানিয়েছেন, শুক্রবার রাতে ছেলেকে টয়লেটে নিতে শাজাহান লঞ্চের পেছনে যান।

এ সময় লঞ্চ থেকে পড়ে যান তিনি। পরে প্রায় এক ঘণ্টা নদীতে খোঁজ করে পাওয়া যায়নি। এ সময় ছেলে ও স্ত্রীকে হাকিমউদ্দিন ঘাটে নামিয়ে দেওয়া হয়। সংবাদ পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ড টিম উদ্ধার অভিযান শুরু করেছে।