তুরস্কে আবারও ভূমিকম্প, নিহত অন্তত ৪
- আপডেট সময় ০৪:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪৩ বার পড়া হয়েছে
তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৫ কিলোমিটার গভীরে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সোমবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির মেলাটিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে।
ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার স্থানীয় হ্যাবারতুর্ক টিভিকে বলেন, ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে পড়েছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তরাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ১১টি তুর্কি প্রদেশের একটি ছিল মেলাটিয়া। এই ভূমিকম্পের ফলে উভয় দেশে ৪৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া ওই ভূমিকম্পে তুরস্কের ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানায়, ৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ভূমিকম্প কবলিত অঞ্চলে প্রায় ১০ হাজার আফটারশক হয়েছে। শনিবার তুর্কির একজন মন্ত্রী বলেন, তুরস্কে এই মাসের ভূমিকম্পে ভবন ধসের জন্য দায় থাকার অভিযোগে ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।