৬৬০ মেগাওয়াট উৎপাদনে সক্ষম ইউনিট চালু
২০ দিন পর আবার চালু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র
- আপডেট সময় ০২:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ৮২ বার পড়া হয়েছে
জ্বালানি সংকটে টানা ২০ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র।
রোববার সকালে ৬৬০ মেগাওয়াট উৎপাদনে সক্ষম বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু করা হয়।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপর ইউনিটটিও শিগগিরই চালু হবে।
ডলার সংকটে কয়লার বকেয়া জমে যাওয়ায় কয়লা আমদানি সম্ভব হয়নি। এ কারণে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।এ কারণে দেশব্যাপী চরম লোডশেডিং দেখা দেয়।
পরে নতুন করে কয়লা আমদানির জন্য ১০০ মিলিয়ন ডলারের এলসি (আমদানি ঋণপত্র) খোলা হয়। গত ২৩ জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ জলসীমায় নোঙ্গর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। এরপর আজ থেকে বিদ্যুৎকেন্দ্রটি চালু হলো।
বৃহস্পতিবার রাত ৩টায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি অ্যাথেনা নামে একটি মাদার ভ্যাসেল প্রায় ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার অ্যাংকরেজে এসে পৌঁছায়। জাহাজটি শুক্রবার বিকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। সন্ধ্যার আগেই জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়।