জামায়াতের মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

- আপডেট সময় ১০:৫৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১০৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এছাড়া সমাবেশে দলটি রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগে আরেকটি আবেদন করা হয়েছে।
সোমবার মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে ব্যারিস্টার তানিয়া আমীর আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করেন।
ব্যারিস্টার তানিয়া আমীর জানান, আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী। আগামী ৩১ জুলাই আপিল বিভাগে আবেদন দুটির ওপর শুনানি হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ১০ জুন রাজধানীতে সমাবেশ করে জামায়াতে ইসলামী। রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।