আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষ; ৪ আর্মেনীয় সেনা নিহত

- আপডেট সময় ১২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ১৭০ বার পড়া হয়েছে
আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার চার সেনা নিহত হয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় ২০২১ সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে দুই দেশের ‘আগদাম’ সীমান্তে গুলির ঘটনা ঘটে। এতে আর্মেনিয়ার চার সেনা নিহত ও আজারবাইজানের এক সেনা আহত হয়।
এমন সময় এই সংঘর্ষ হলো যখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে রয়েছেন এবং দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে কথা রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দুই দেশের সীমান্তে অশান্তি বিরাজ করছে। গত ডিসেম্বরে আজারবাইজান লাচিন করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে এক লাখ মানুষ খাদ্য ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিস ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া।