০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
শিরোনাম
১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম এখন থেকে ৯৯৯ টাকা
হাজারের নিচে নামল এলপিজি গ্যাসের দাম

অনলাইন ডেস্ক
- আপডেট সময় ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ২০৮ বার পড়া হয়েছে
ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম ৭৫ টাকা কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম এখন থেকে ৯৯৯ টাকা। আজ সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সোমবার (৩ জুলাই) দুপুরে নতুন এ দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ছিল এক হাজার ৭৪ টাকা।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। সেসময় দাম কমেছিল ১৫৯ টাকা।
ট্যাগস