১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মোসাদ এজেন্টের সঙ্গে নূরের বৈঠক; সত্যতার গুঞ্জন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ১৫৪ বার পড়া হয়েছে

ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন বলে স্বীকার করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদের একাংশের সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

তবে কী বিষয়ে ইসরাইলি নাগরিকের সঙ্গে নূর বৈঠক করেছেন তা দলকে এখনও বলেননি তিনি।

তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে নূর কাতারে ইসরাইলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন। কোনো রকম আর্থিক সুবিধা গ্রহণের বিষয় অস্বীকার করেন। বৈঠকের কথা স্বীকার করলেও এ বৈঠকের আলোচ্য সূচি কী ছিল, তা তিনি কেন্দ্রীয় কমিটির সদস্যদের অবগত করতে অস্বীকৃতি জানান।

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, নূরের আর্থিক অনিয়ম ও মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে সরকারকেও তদন্ত করার আহবান জানান তারা। নূর সাংগঠনিক নিয়ম না মেনে দলের আহবায়ক রেজা কিবরিয়াকে বহিষ্কার করেছেন বলেও দাবি করেন তারা।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মোসাদ এজেন্টের সঙ্গে নূরের বৈঠক; সত্যতার গুঞ্জন

আপডেট সময় ০৮:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন বলে স্বীকার করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদের একাংশের সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

তবে কী বিষয়ে ইসরাইলি নাগরিকের সঙ্গে নূর বৈঠক করেছেন তা দলকে এখনও বলেননি তিনি।

তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে নূর কাতারে ইসরাইলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন। কোনো রকম আর্থিক সুবিধা গ্রহণের বিষয় অস্বীকার করেন। বৈঠকের কথা স্বীকার করলেও এ বৈঠকের আলোচ্য সূচি কী ছিল, তা তিনি কেন্দ্রীয় কমিটির সদস্যদের অবগত করতে অস্বীকৃতি জানান।

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, নূরের আর্থিক অনিয়ম ও মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে সরকারকেও তদন্ত করার আহবান জানান তারা। নূর সাংগঠনিক নিয়ম না মেনে দলের আহবায়ক রেজা কিবরিয়াকে বহিষ্কার করেছেন বলেও দাবি করেন তারা।