ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
- আপডেট সময় ১১:২৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ৮৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
দুপুর ১টায় বৈঠক শুরু হয়ে এ বৈঠক চলে সোয়া এক ঘণ্টাব্যাপী। বৈঠকে কানাডা হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের প্রধান ব্রাডলি কোটস উপস্থিত ছিলেন। আর বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, মানবাধিকার, শ্রম আইন, আইনের শাসনসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলাপ হয়েছে। এসব বিষয়ে অবশ্যই তাদের কনসার্ন আছে। তারা জানতে চেয়েছে, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য কি করা দরকার এবং বর্তমানে পরিবেশ কেমন সেটা তারা জানে।
তারপরও তারা আমাদের কাছ থেকে জানতে চায়। এক প্রশ্নের জবাবে খসরু জানান, আমরা স্বাভাবিকভাবে কানাডার হাইকমিশনারকে বলেছি যে, বাংলাদেশে বর্তমান যে পরিবেশ তাতে গণতান্ত্রিক অর্ডার নাই, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নাই, বাক স্বাধীনতা নাই, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ। আরেক প্রশ্নের জবাবে খসরু বলেন, বৈঠকে কি কি আলোচনা হয়েছে এখানে তো সবকিছু বলা সম্ভব নয়। তবে ন্যাচারেলি যুক্তরাষ্ট্রসহ আরও অন্যান্য গণতান্ত্রিক দেশ বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে, কানাডাও বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এতটুকু বলা যায়।