শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ানো সেই যুবকের গ্রামের বাড়িতে ভাঙচুর
- আপডেট সময় ১০:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১১৪ বার পড়া হয়েছে
সাবেক ছাত্রদল নেতা বাদল মির্জার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে শনিবার বিক্ষোভ ও ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য একেএম শামীম ওসমানকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হেনস্তা করার নেতৃত্ব দেওয়ায় বাদল মির্জার বাড়ি ভাঙচুর করা হয়।
সোনাইমুড়ির জয়াগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমকি গ্রামে বাদল মির্জার বাড়ি। তিনি একই গ্রামের আবু বাহারের ছেলে। বাদল মির্জা সোনাইমুড়ী উপজেলা ও জয়াগ ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন।
জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর পলাশ বলেন, বাদল ৮-১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় চলে যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন।
বাদলের পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরপরই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। সকালের দিকে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী বাদলের বাড়ির সামনে বিক্ষোভ করে ভাঙচুর চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ মিথ্যা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।
বুধবার বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের লিটল বাংলাদেশ (৭৩ স্ট্রিট) এলাকায় যান শামীম ওসমান। এ সময় তাকে হেনস্তা করা হয়।