০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

হিরো আলমের ওপর হামলা, মাসুদের ৩ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / ১৮১ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় মাসুদ নামে আরেক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (২১ জুলাই) মাসুদকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুরে উদ্দিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার হামলার ঘটনায় করা মামলায় মূলহোতা মানিক রাজিব ও আল-আমিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারও আগে মঙ্গলবার ছানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেনের (৩১) তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।একই সময় মামলার পাঁচ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন ৃকরেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।কারাগারে যাওয়া আসামিরা হলেন-, মাহমুদুল হাসান, মুজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লা।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

হিরো আলমের ওপর হামলা, মাসুদের ৩ দিনের রিমান্ড

আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় মাসুদ নামে আরেক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (২১ জুলাই) মাসুদকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুরে উদ্দিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার হামলার ঘটনায় করা মামলায় মূলহোতা মানিক রাজিব ও আল-আমিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারও আগে মঙ্গলবার ছানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেনের (৩১) তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।একই সময় মামলার পাঁচ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন ৃকরেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।কারাগারে যাওয়া আসামিরা হলেন-, মাহমুদুল হাসান, মুজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লা।