১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

‘ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৮৪ বার পড়া হয়েছে

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুইডেনে যাওয়ার পথে বৃহস্পতিবার (১১ মে) দুবাইতে যাত্রাবিরতিকালে স্থানীয় একটি হোটেলে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি গোষ্ঠি দেশের উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তিনি বলেন, প্রবাসীরা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে।

এ সময় আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এবং দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে স্থানীয় নেতাদের মধ্যে মঈন উদ্দিন, আবু তাহের, সাজ্জাদুর ইসলাম রুবেল, মোজাম্মেল হোসেন চৌধুরী, রিয়াদ বিন রাজু, সাইফুল ইসলাম হারুন, আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, সাইফুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’

আপডেট সময় ০৯:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুইডেনে যাওয়ার পথে বৃহস্পতিবার (১১ মে) দুবাইতে যাত্রাবিরতিকালে স্থানীয় একটি হোটেলে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি গোষ্ঠি দেশের উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তিনি বলেন, প্রবাসীরা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে।

এ সময় আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এবং দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে স্থানীয় নেতাদের মধ্যে মঈন উদ্দিন, আবু তাহের, সাজ্জাদুর ইসলাম রুবেল, মোজাম্মেল হোসেন চৌধুরী, রিয়াদ বিন রাজু, সাইফুল ইসলাম হারুন, আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, সাইফুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।