০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

এবার ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ২০১ বার পড়া হয়েছে

এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা রুমা বিশ্বাস (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন ওই নারীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী। এ নিয়ে রাজবাড়ী থেকে রেফার করা দুইজন ডেঙ্গু রোগী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

রুমার স্বামী লিটন ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী রুমা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রবিবার  তার ডেঙ্গু শনাক্ত হয়। ওইদিনই তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে বুধবার বিকেলে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন গণমাধ্যমকে বলেন, ‘এক নারী ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। জেলার হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। সচেতনতার কোনো বিকল্প নাই।’

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

এবার ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

আপডেট সময় ০১:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা রুমা বিশ্বাস (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন ওই নারীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী। এ নিয়ে রাজবাড়ী থেকে রেফার করা দুইজন ডেঙ্গু রোগী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

রুমার স্বামী লিটন ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী রুমা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রবিবার  তার ডেঙ্গু শনাক্ত হয়। ওইদিনই তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে বুধবার বিকেলে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন গণমাধ্যমকে বলেন, ‘এক নারী ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। জেলার হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। সচেতনতার কোনো বিকল্প নাই।’