০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

কক্সবাজারে পাহাড় কেটে বানানো হচ্ছে আবাসন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • / ৮০ বার পড়া হয়েছে

কক্সবাজারে পুলশি লাইনস এর পাশইে পাহাড় কাটছে এক শ্রণেরি ভূমদিস্যু। ঈদ-উল আজহার বন্ধরে সুযোগকে কাজে লাগাচ্ছে এসব পাহাড়খকেো। শহররে পুলশি লাইনরে পছেনে ঝলিংজা  মৌজায় সরকারি পাহাড় দখল করে দনিে রাতে বুলডোজার দয়িে পাহাড় কটেে অবধৈভাবে গড়ে তোলা হচ্ছে আবাসন। উপরন্তু কথতি ওই আবাসন বাস্তবায়নে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি  দখেয়িে পাহাড় কাটা অব্যাহত রেছেছে।
সূত্রে জানা যায়, ইতিপূর্বে  ২০১০ সালে কতপিয় ব্যক্তি উক্ত পাহাড়ে আবাসন প্রকল্প গড়ে তুলতে জলো প্রশাসন ও ভূমি মন্ত্রণালয় বরাবর পাহাড়ি জমি র্দীঘময়োদি বন্দোবস্ত পাওয়ার জন্য আবদেন করছেলি। কন্তিু জলো প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়রে সাহসী পদক্ষপেরে কারণে মন্ত্রণালয়রে তৎকালীন উপসচবি এ এ কে এম শামশুল আরফেনি স্বাক্ষরে তাদরে আবদেনে ৫ একর জমি পাহাড় শ্রণেি হওয়ায় বন্দোবস্ত প্রস্তাবটি নথভিুক্ত করনে। প্লট বরাদ্দ বাতলি করে দওেয়া হয়। কক্সবাজার শহরে সমুদ্র সকৈতরে অদূরে পুলশি লাইনরে পছেনে অবস্থতি প্রায় ২০ একর আয়তনরে বশিাল একটি পাহাড়। প্রায় দুইশ’ ফুট উঁচু নয়নাভরিাম এ পাহাড়টরি মালকি সরকার। এসব স্থাপনা তরৈতিে নর্বিচিারে কাটা হচ্ছে পাহাড়।
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনরে কয়কে র্কমর্কতাকে ম্যানজে করে এই আবাসন প্রকল্প গড়ে তুলছেনে স্থানীয় কয়কে প্রভাবশালী। গত সোমবার সকালে সরজেমনি পরর্দিশনে দখো যায়, পাহাড়রে বশিাল অংশ কটেে সমতল করা হচ্ছে। পাহারাদার হসিবেে রাখা হয়ছেে একাধকি চহ্নিতি অপরাধী চক্র। বাংলাদশে পরবিশে আন্দোলন (বাপা) কক্সবাজার জলো শাখার সভাপতি ও কক্সবাজার জলো  প্রসেক্লাবরে সভাপতি ফজলুল কাদরে চৌধুরী বলনে, উচ্চ আদালতরে নষিধোজ্ঞা অমান্য করে সরকারি পাহাড় কটেে আবাসন প্রকল্প ও ঘরবাড়ি তরৈি করার বষিয়টি গত ২৬ জুন  জলো প্রশাসককে লখিতিভাবে জানয়িছে।

অপক্ষোয় আছি  জলো প্রশাসন পাহাড় রক্ষায় কি পদক্ষপে গ্রহণ করে। এদকিে পাহাড় কটেে আবাসন প্রকল্পরে কাজ বন্ধ করতে  জলো প্রশাসকরে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলপিি দয়িছেে বাংলাদশে পরবিশে আন্দোলন (বাপা)। এতে উপস্থতি ছলিনে জলো বাপার সভাপতি সাংবাদকি নতো ফজলুল কাদরে চৌধুরী, সহসভাপতি সাংবাদকি এইচএম এরশাদ, অ্যাডভোকটে জাফর আলম দদিার, সাধারণ সম্পাদক কলমি উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি জসমি উদ্দনি, সাংগঠনকি সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক দুলাল ধর, শহর বাপার সাধারণ সম্পাদক ওসনে  থনে, বাপা নতো আসাদুজ্জামান সায়মে ও মংথলো রাখাইন প্রমুখ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে পাহাড় কেটে বানানো হচ্ছে আবাসন

আপডেট সময় ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

কক্সবাজারে পুলশি লাইনস এর পাশইে পাহাড় কাটছে এক শ্রণেরি ভূমদিস্যু। ঈদ-উল আজহার বন্ধরে সুযোগকে কাজে লাগাচ্ছে এসব পাহাড়খকেো। শহররে পুলশি লাইনরে পছেনে ঝলিংজা  মৌজায় সরকারি পাহাড় দখল করে দনিে রাতে বুলডোজার দয়িে পাহাড় কটেে অবধৈভাবে গড়ে তোলা হচ্ছে আবাসন। উপরন্তু কথতি ওই আবাসন বাস্তবায়নে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি  দখেয়িে পাহাড় কাটা অব্যাহত রেছেছে।
সূত্রে জানা যায়, ইতিপূর্বে  ২০১০ সালে কতপিয় ব্যক্তি উক্ত পাহাড়ে আবাসন প্রকল্প গড়ে তুলতে জলো প্রশাসন ও ভূমি মন্ত্রণালয় বরাবর পাহাড়ি জমি র্দীঘময়োদি বন্দোবস্ত পাওয়ার জন্য আবদেন করছেলি। কন্তিু জলো প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়রে সাহসী পদক্ষপেরে কারণে মন্ত্রণালয়রে তৎকালীন উপসচবি এ এ কে এম শামশুল আরফেনি স্বাক্ষরে তাদরে আবদেনে ৫ একর জমি পাহাড় শ্রণেি হওয়ায় বন্দোবস্ত প্রস্তাবটি নথভিুক্ত করনে। প্লট বরাদ্দ বাতলি করে দওেয়া হয়। কক্সবাজার শহরে সমুদ্র সকৈতরে অদূরে পুলশি লাইনরে পছেনে অবস্থতি প্রায় ২০ একর আয়তনরে বশিাল একটি পাহাড়। প্রায় দুইশ’ ফুট উঁচু নয়নাভরিাম এ পাহাড়টরি মালকি সরকার। এসব স্থাপনা তরৈতিে নর্বিচিারে কাটা হচ্ছে পাহাড়।
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনরে কয়কে র্কমর্কতাকে ম্যানজে করে এই আবাসন প্রকল্প গড়ে তুলছেনে স্থানীয় কয়কে প্রভাবশালী। গত সোমবার সকালে সরজেমনি পরর্দিশনে দখো যায়, পাহাড়রে বশিাল অংশ কটেে সমতল করা হচ্ছে। পাহারাদার হসিবেে রাখা হয়ছেে একাধকি চহ্নিতি অপরাধী চক্র। বাংলাদশে পরবিশে আন্দোলন (বাপা) কক্সবাজার জলো শাখার সভাপতি ও কক্সবাজার জলো  প্রসেক্লাবরে সভাপতি ফজলুল কাদরে চৌধুরী বলনে, উচ্চ আদালতরে নষিধোজ্ঞা অমান্য করে সরকারি পাহাড় কটেে আবাসন প্রকল্প ও ঘরবাড়ি তরৈি করার বষিয়টি গত ২৬ জুন  জলো প্রশাসককে লখিতিভাবে জানয়িছে।

অপক্ষোয় আছি  জলো প্রশাসন পাহাড় রক্ষায় কি পদক্ষপে গ্রহণ করে। এদকিে পাহাড় কটেে আবাসন প্রকল্পরে কাজ বন্ধ করতে  জলো প্রশাসকরে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলপিি দয়িছেে বাংলাদশে পরবিশে আন্দোলন (বাপা)। এতে উপস্থতি ছলিনে জলো বাপার সভাপতি সাংবাদকি নতো ফজলুল কাদরে চৌধুরী, সহসভাপতি সাংবাদকি এইচএম এরশাদ, অ্যাডভোকটে জাফর আলম দদিার, সাধারণ সম্পাদক কলমি উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি জসমি উদ্দনি, সাংগঠনকি সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক দুলাল ধর, শহর বাপার সাধারণ সম্পাদক ওসনে  থনে, বাপা নতো আসাদুজ্জামান সায়মে ও মংথলো রাখাইন প্রমুখ।