০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ডেঙ্গু আতঙ্ক নিয়ে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / ১৪০ বার পড়া হয়েছে

ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ রোববার। তবে, দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডিসসহ সাধারণ মশার বংশ বিস্তার নিয়ে আতঙ্ক রয়েছে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের মধ্যে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশের ৫৭ জেলায় এডিস মশাবাহিত ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮ হাজার ৫৭৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৪৪ জন।

হাসপাতালগুলোতে প্রতি মুহূর্তে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতি দুই মিনিটে কোনো না কোনো হাসপাতালে একজন রোগী ভর্তি হচ্ছেন। ঢাকার ডেঙ্গু রোগী ভর্তি করে এমন হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ডে ঠাঁই নেই অবস্থা। যার ফলে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডেঙ্গু ভীতি দূর করতে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদফতর (মাউশি)।

রাজধানীর কয়েকজন অভিভাবক জানিয়েছেন, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননের জন্য প্রধানতম ক্ষেত্রই হচ্ছে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। কারণ এসব প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় দীর্ঘদিন পানি জমে থাকে। সেসব জায়গাই এডিস মশার প্রজননস্থল হিসেবে কাজ করে। ঈদুল আজহার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। যা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সৃষ্টিতে ভূমিকা রাখবে।

অভিভাবকদের এমন উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন বলেন, ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে আমরা অবগত। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্বেই সচেতন থাকতে হবে।

অন্য দিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক ড. মো: নুরুল আমিন চৌধুরী জানিয়েছেন, ঈদের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুল খোলার আগে শিক্ষা কর্মকর্তাকে তদারকি করতে বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অধিদফতরকে জানতে অভিভাবকদের অনুরোধ করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি এবার ভয়াবহ হতে পারে বলে বছরের শুরুতেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এরপরেও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে সারা দেশেই ডেঙ্গু রোগী ব্যাপক সংখ্যায় বাড়ছে বলে জানান তারা।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু আতঙ্ক নিয়ে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় ১০:৩৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ রোববার। তবে, দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডিসসহ সাধারণ মশার বংশ বিস্তার নিয়ে আতঙ্ক রয়েছে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের মধ্যে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশের ৫৭ জেলায় এডিস মশাবাহিত ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮ হাজার ৫৭৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৪৪ জন।

হাসপাতালগুলোতে প্রতি মুহূর্তে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতি দুই মিনিটে কোনো না কোনো হাসপাতালে একজন রোগী ভর্তি হচ্ছেন। ঢাকার ডেঙ্গু রোগী ভর্তি করে এমন হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ডে ঠাঁই নেই অবস্থা। যার ফলে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডেঙ্গু ভীতি দূর করতে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদফতর (মাউশি)।

রাজধানীর কয়েকজন অভিভাবক জানিয়েছেন, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননের জন্য প্রধানতম ক্ষেত্রই হচ্ছে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। কারণ এসব প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় দীর্ঘদিন পানি জমে থাকে। সেসব জায়গাই এডিস মশার প্রজননস্থল হিসেবে কাজ করে। ঈদুল আজহার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। যা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সৃষ্টিতে ভূমিকা রাখবে।

অভিভাবকদের এমন উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন বলেন, ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে আমরা অবগত। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্বেই সচেতন থাকতে হবে।

অন্য দিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক ড. মো: নুরুল আমিন চৌধুরী জানিয়েছেন, ঈদের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুল খোলার আগে শিক্ষা কর্মকর্তাকে তদারকি করতে বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অধিদফতরকে জানতে অভিভাবকদের অনুরোধ করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি এবার ভয়াবহ হতে পারে বলে বছরের শুরুতেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এরপরেও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে সারা দেশেই ডেঙ্গু রোগী ব্যাপক সংখ্যায় বাড়ছে বলে জানান তারা।