১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কাজ লাইভ মনিটরিং করবে দক্ষিণ সিটি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৫৯ বার পড়া হয়েছে

ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম বিশেষ কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১২ জুলাই) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ বিষয়ে একটি চিঠি ইস্যু করেছেন। এ সংক্রান্ত চিঠি এরইমধ্যে সব কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সব অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির উল্লেখ করেছেন, আগামী ১৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের সব কার্যক্রম নগর ভবন থেকে লাইভ মনিটরিং করা হবে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রে (শীতলক্ষ্যা হলে) বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হবে। কন্ট্রোল রুমের কার্যক্রম শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে।

তিনি আরও বলেন, বিগত বছরের মতো এবারও ডিএসসিসির মেয়র নিজে কন্ট্রোল রুমে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ড, অঞ্চলের মাঠ পর্যায়ে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম লাইভ মনিটরিং করবেন। সে কারণে কন্ট্রোল রুমের লাইভ মনিটরিং কার্যক্রমে প্রতিটি ওয়ার্ড, অঞ্চল থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

এ কার্যক্রমের আওতায়, অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজন বোধে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কাজ লাইভ মনিটরিং করবে দক্ষিণ সিটি

আপডেট সময় ১১:০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম বিশেষ কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১২ জুলাই) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ বিষয়ে একটি চিঠি ইস্যু করেছেন। এ সংক্রান্ত চিঠি এরইমধ্যে সব কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সব অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির উল্লেখ করেছেন, আগামী ১৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের সব কার্যক্রম নগর ভবন থেকে লাইভ মনিটরিং করা হবে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রে (শীতলক্ষ্যা হলে) বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হবে। কন্ট্রোল রুমের কার্যক্রম শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে।

তিনি আরও বলেন, বিগত বছরের মতো এবারও ডিএসসিসির মেয়র নিজে কন্ট্রোল রুমে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ড, অঞ্চলের মাঠ পর্যায়ে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম লাইভ মনিটরিং করবেন। সে কারণে কন্ট্রোল রুমের লাইভ মনিটরিং কার্যক্রমে প্রতিটি ওয়ার্ড, অঞ্চল থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

এ কার্যক্রমের আওতায়, অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজন বোধে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন।