০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / ১৬৯ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত মাজেদুল হাসান লাকী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি মফিজ হোসেন মজু।

মফিজ হোসেন মজু জানান, মাজেদুল হাসান লাকী ২০০৭ সালে সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান। সেখানেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়িযোগে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় লাকী ঘটনাস্থলেই নিহত হন।

মফিজ হোসেন মজু আরও জানান, নিহত মাজেদুল হাসান লাকীর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ০৩:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত মাজেদুল হাসান লাকী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি মফিজ হোসেন মজু।

মফিজ হোসেন মজু জানান, মাজেদুল হাসান লাকী ২০০৭ সালে সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান। সেখানেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়িযোগে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় লাকী ঘটনাস্থলেই নিহত হন।

মফিজ হোসেন মজু আরও জানান, নিহত মাজেদুল হাসান লাকীর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।