০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ফাইনালে বৃষ্টির শঙ্কা, বল মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন যারা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / ৫৯ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপার মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে রাতেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

হাইভোল্টেজ ফাইনাল ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে আইপিএল প্রেমীদের মধ্যে। তবে সবটাই ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। ফাইনালে আগে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আহমেদাবাদের আকাশে রয়েছে বৃষ্টির ঘনঘটা।

আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, সকালের দিকে আহমেদাবাদের আবহাওয়া খুবই ভালো ও রৌদ্রোজ্জ্বল। কিন্তু সন্ধ্যা থেকেই পাল্টে যাবে এ চিত্র। কালো মেঘে ঢেকে যাবে পুরো আকাশ। সন্ধ্যা থেকেই ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বয়ে যেতে পারে ৫০ কিলোমিটার বেগে বাতাস। এ ছাড়া ৭৮ শতাংশ মেঘলা ও ৬৩ শতাংশ আর্দ্রতার সম্ভাবনাও থাকছে।

এদিকে গেল বছর আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও এ বছর তা রাখা হয়নি। তাই এমন পরিস্থিতিতে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ালে; কারা চ্যাম্পিয়ন হবেন, সেই প্রশ্নও জেগেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনাল ম্যাচ শুরু হবে। এক্ষেত্রে কমপক্ষে রাত ১১টা ৫৬ মিনিট পর্যন্ত কাট অফ টাইম হবে। আর এ সময়ের মধ্যে দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে রাত ৮টায় ম্যাচ শুরু হলে কাট অফ টাইম হবে ১২টা ২৬ মিনিট পর্যন্ত। এ সময় পর্যন্ত অন্তত পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন আম্পায়াররা।

কাট অফ সময়ের পর বৃষ্টি চলতে থাকলে সুপার ওভারে ম্যাচ মাঠে গড়াবে। সুপার ওভারের জন্য সময় না থাকলে গ্রুপ পর্বের পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায়, ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল গুজরাট। আর ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে চেন্নাই। তাই ম্যাচের একটি বলও মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হবে গুজরাট।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ফাইনালে বৃষ্টির শঙ্কা, বল মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন যারা

আপডেট সময় ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপার মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে রাতেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

হাইভোল্টেজ ফাইনাল ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে আইপিএল প্রেমীদের মধ্যে। তবে সবটাই ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। ফাইনালে আগে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আহমেদাবাদের আকাশে রয়েছে বৃষ্টির ঘনঘটা।

আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, সকালের দিকে আহমেদাবাদের আবহাওয়া খুবই ভালো ও রৌদ্রোজ্জ্বল। কিন্তু সন্ধ্যা থেকেই পাল্টে যাবে এ চিত্র। কালো মেঘে ঢেকে যাবে পুরো আকাশ। সন্ধ্যা থেকেই ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বয়ে যেতে পারে ৫০ কিলোমিটার বেগে বাতাস। এ ছাড়া ৭৮ শতাংশ মেঘলা ও ৬৩ শতাংশ আর্দ্রতার সম্ভাবনাও থাকছে।

এদিকে গেল বছর আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও এ বছর তা রাখা হয়নি। তাই এমন পরিস্থিতিতে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ালে; কারা চ্যাম্পিয়ন হবেন, সেই প্রশ্নও জেগেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনাল ম্যাচ শুরু হবে। এক্ষেত্রে কমপক্ষে রাত ১১টা ৫৬ মিনিট পর্যন্ত কাট অফ টাইম হবে। আর এ সময়ের মধ্যে দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে রাত ৮টায় ম্যাচ শুরু হলে কাট অফ টাইম হবে ১২টা ২৬ মিনিট পর্যন্ত। এ সময় পর্যন্ত অন্তত পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন আম্পায়াররা।

কাট অফ সময়ের পর বৃষ্টি চলতে থাকলে সুপার ওভারে ম্যাচ মাঠে গড়াবে। সুপার ওভারের জন্য সময় না থাকলে গ্রুপ পর্বের পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায়, ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল গুজরাট। আর ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে চেন্নাই। তাই ম্যাচের একটি বলও মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হবে গুজরাট।