১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

বাজেট নিয়ে আ.লীগ নেতারা যা বললেন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ৫৫ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে ৫২তম এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলতি মেয়াদের সর্বশেষ বাজেট।

বাজেট অধিবেশন শেষে আওয়ামী লীগের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেন, প্রস্তাবিত বাজেট শেখ হাসিনার নির্বাচনি ইশতেহারের ওয়াদা বাস্তবায়নের অংশ। নতুন প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে এই বাজেট দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর জনবান্ধব বাজেট। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্ট লাঘব হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করেই প্রস্তাবিত এই বাজেট পেশ করা হয়েছে। এর ফলে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হবে। ধনী-গরিব সবাই এই বাজেটে উপকৃত হবেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এবারের বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী বাজেট। এটি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সহায়ক হবে। বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এই বাজেট সহায়ক হবে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। সেই সংকট কাটিয়ে উঠতে এবারের প্রস্তাবিত বাজেট সহায়ক হবে। সাবাইকে এগিয়ে নিতে এই বাজেট ভূমিকা রাখবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিশ্বব্যাপী বর্তমান সংকটের মধ্যে বাস্তবভিত্তিক ও গণমুখী বাজেট দিয়েছে সরকার। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনার আলোকে এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ ও জনগণ আরও এক ধাপ এগিয়ে যাবে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এরপর বাজেট নিয়ে দীর্ঘ আলোচনার পর আগামী ৪ জুন অধিবেশন মুলতবি করা হয়। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বাজেট নিয়ে আ.লীগ নেতারা যা বললেন

আপডেট সময় ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে ৫২তম এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলতি মেয়াদের সর্বশেষ বাজেট।

বাজেট অধিবেশন শেষে আওয়ামী লীগের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেন, প্রস্তাবিত বাজেট শেখ হাসিনার নির্বাচনি ইশতেহারের ওয়াদা বাস্তবায়নের অংশ। নতুন প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে এই বাজেট দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর জনবান্ধব বাজেট। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্ট লাঘব হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করেই প্রস্তাবিত এই বাজেট পেশ করা হয়েছে। এর ফলে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হবে। ধনী-গরিব সবাই এই বাজেটে উপকৃত হবেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এবারের বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী বাজেট। এটি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সহায়ক হবে। বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এই বাজেট সহায়ক হবে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। সেই সংকট কাটিয়ে উঠতে এবারের প্রস্তাবিত বাজেট সহায়ক হবে। সাবাইকে এগিয়ে নিতে এই বাজেট ভূমিকা রাখবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিশ্বব্যাপী বর্তমান সংকটের মধ্যে বাস্তবভিত্তিক ও গণমুখী বাজেট দিয়েছে সরকার। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনার আলোকে এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ ও জনগণ আরও এক ধাপ এগিয়ে যাবে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এরপর বাজেট নিয়ে দীর্ঘ আলোচনার পর আগামী ৪ জুন অধিবেশন মুলতবি করা হয়। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।