০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • / ৭৩ বার পড়া হয়েছে

প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে ভিন্ন ভিন্ন আলেমগণ ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ঈদের প্রথম জামাত শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।

সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান। সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী ইমাম থাকবেন এবং মুকাব্বির হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান থাকবেন।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।সর্বশেষ ও পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এ জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

এসব জামাতে পূর্ব নির্ধারিত কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। এর বাইরেও জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহে আসার সময় দেশলাই অথবা লাইটার সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি মেয়র। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের কারণে সবাইকে সতর্কতামূলক অবস্থানে থাকার জন্য তিনি এ আহ্বান জানান। এ ছাড়া রাজধানীর অন্যান্য নির্ধারিত স্থানে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

আপডেট সময় ১০:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে ভিন্ন ভিন্ন আলেমগণ ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ঈদের প্রথম জামাত শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।

সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান। সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী ইমাম থাকবেন এবং মুকাব্বির হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান থাকবেন।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।সর্বশেষ ও পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এ জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

এসব জামাতে পূর্ব নির্ধারিত কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। এর বাইরেও জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহে আসার সময় দেশলাই অথবা লাইটার সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি মেয়র। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের কারণে সবাইকে সতর্কতামূলক অবস্থানে থাকার জন্য তিনি এ আহ্বান জানান। এ ছাড়া রাজধানীর অন্যান্য নির্ধারিত স্থানে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।