০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

সাংবাদিক নাদিম হত্যা মামলার ১০ আসামির জামিন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ৭০ বার পড়া হয়েছে

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ তাদের জামিন নামঞ্জুর করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামি জামিন আবেদন করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ তাদের জামিন নামঞ্জুর করেন।

১০ আসামি হলেন- মাহমুদুল আলম বাবু, কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন মিয়া, ওয়াহেদুজ্জামান, মো. ফজলু, মো. শহীদ, মো. রেজাউল করিম, মনিরুজ্জামান মনির ও জাকিরুল হক।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আরেক আসামি বাবু চেয়ারম্যানের সহযোগী নয়ন সরকারকে সোমবার রাতে বকশীগঞ্জের ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে মঙ্গলবার বিকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে প্রেরণ করেন ডিবির ওসি আরমান আলী।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে গত ১৭ জুন বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এর আগে বাবুসহ ১৩ জনকে গ্রেফতার করে রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক নাদিম হত্যা মামলার ১০ আসামির জামিন নামঞ্জুর

আপডেট সময় ১০:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ তাদের জামিন নামঞ্জুর করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামি জামিন আবেদন করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ তাদের জামিন নামঞ্জুর করেন।

১০ আসামি হলেন- মাহমুদুল আলম বাবু, কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন মিয়া, ওয়াহেদুজ্জামান, মো. ফজলু, মো. শহীদ, মো. রেজাউল করিম, মনিরুজ্জামান মনির ও জাকিরুল হক।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আরেক আসামি বাবু চেয়ারম্যানের সহযোগী নয়ন সরকারকে সোমবার রাতে বকশীগঞ্জের ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে মঙ্গলবার বিকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে প্রেরণ করেন ডিবির ওসি আরমান আলী।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে গত ১৭ জুন বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এর আগে বাবুসহ ১৩ জনকে গ্রেফতার করে রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছে।