০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

সাকিব-তামিম দ্বন্দ্বের প্রশ্নে খেপলেন হাথুরুসিংহে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৩:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৮৪ বার পড়া হয়েছে

দিন তিনেক আগেই ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটে সাক্ষাৎকারে সাকিব-তামিমের মধ্যে দ্বন্দ্বের বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এমনকি দলের মধ্যে গ্রুপিং থাকার বিষয়ে মন্তব্য করেন তিনি। তবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সুর বদলান বিসিবি সভাপতি। এ নিয়ে মুখ খোলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাদের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ বিষয়ে মুখ খুলেছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে কথা বলেন টাইগারদের এই কোচ। তার দাবি, মাত্র সাত দিন হয়েছে, দায়িত্ব নিয়ে এখানে এসেছেন তিনি। হাথুরুসিংহে বলেন, আমার মতে, যখন আপনি জাতীয় দলের হয়ে খেলবেন; আপনার দায়িত্বকে আপনি বেশি গুরুত্ব দেবেন। সবার সঙ্গে বন্ধুত্ব থাকতে হবে, তা জরুরি না।

যতক্ষণ না পর্যন্ত তাদের এমন সম্পর্ক দলের ভেতর কোনো নেতিবাচক প্রভাব ফেলছে, ততক্ষণ আমার কোনো সমস্যা নেই। তবে এ বিষয়ে পাল্টা প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন হাথুরুসিংহে। তার মতে, আমাদের এখন এই বিষয়ে কথার বলার সঠিক সময় না। তিনি বলেন, সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। সবার সিরিজের দিকে বেশি ফোকাস থাকা দরকার।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, সাকিব-তামিমের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা। আমি নিজে দেখিনি। এখানে বিশ্বাসের কিছু নেই। এখন তো নয়ই বরং তিন বছর আগেও ড্রেসিংরুমে সাকিব ও তামিমের মধ্যে কোনো সমস্যা দেখিনি। গত তিন বছর আমি টিমের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম।

কাজেই এই যে কথাটা ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই, সাকিব-তামিমের সমস্যা থেকে এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এর আগে, শেষ মুহূর্তেই ব্যস্ত সময় পার করছে উভয় দলই।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাকিব-তামিম দ্বন্দ্বের প্রশ্নে খেপলেন হাথুরুসিংহে

আপডেট সময় ০৩:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

দিন তিনেক আগেই ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটে সাক্ষাৎকারে সাকিব-তামিমের মধ্যে দ্বন্দ্বের বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এমনকি দলের মধ্যে গ্রুপিং থাকার বিষয়ে মন্তব্য করেন তিনি। তবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সুর বদলান বিসিবি সভাপতি। এ নিয়ে মুখ খোলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাদের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ বিষয়ে মুখ খুলেছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে কথা বলেন টাইগারদের এই কোচ। তার দাবি, মাত্র সাত দিন হয়েছে, দায়িত্ব নিয়ে এখানে এসেছেন তিনি। হাথুরুসিংহে বলেন, আমার মতে, যখন আপনি জাতীয় দলের হয়ে খেলবেন; আপনার দায়িত্বকে আপনি বেশি গুরুত্ব দেবেন। সবার সঙ্গে বন্ধুত্ব থাকতে হবে, তা জরুরি না।

যতক্ষণ না পর্যন্ত তাদের এমন সম্পর্ক দলের ভেতর কোনো নেতিবাচক প্রভাব ফেলছে, ততক্ষণ আমার কোনো সমস্যা নেই। তবে এ বিষয়ে পাল্টা প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন হাথুরুসিংহে। তার মতে, আমাদের এখন এই বিষয়ে কথার বলার সঠিক সময় না। তিনি বলেন, সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। সবার সিরিজের দিকে বেশি ফোকাস থাকা দরকার।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, সাকিব-তামিমের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা। আমি নিজে দেখিনি। এখানে বিশ্বাসের কিছু নেই। এখন তো নয়ই বরং তিন বছর আগেও ড্রেসিংরুমে সাকিব ও তামিমের মধ্যে কোনো সমস্যা দেখিনি। গত তিন বছর আমি টিমের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম।

কাজেই এই যে কথাটা ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই, সাকিব-তামিমের সমস্যা থেকে এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এর আগে, শেষ মুহূর্তেই ব্যস্ত সময় পার করছে উভয় দলই।