০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

কাঁদলেন মেহজাবীন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ১১১ বার পড়া হয়েছে

দেশীয় টেলিভিশনের জনপ্রিয়তার তুঙ্গে থাকা তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন।

মেহজাবীন কাজের বাইরে প্রায় সময়ই দেশ কিংবা দেশের বাইরে ঘুরতে ভালোবাসেন। ১৯ এপ্রিল তার জন্মদিন। এবারের ঈদে তার কোনো নাটকে দেখা নেই তার। আপাতত নাটক থেকে দূরেই আছেন বলা চলে। এদিকে তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন এক ভিডিও। পাঠকের জন্য তা হুবহু প্রকাশ করা হলো।

তিনি লেখেন, ‘নিঃস্বার্থ ভালোবাসা হয়তোবা এটাকেই বলে। ঘুম থেকে উঠে যখন এই ভিডিওটা আমি পাই নিজেকে লাকি ছাড়া আর কোনো কিছুই মনে হচ্ছিল না। আমার কিছু লয়েল ফ্যান কিংবা সাপোর্টার যাই বলুন না কেন আছে গত কয়েক বছর ধরে। তারা বয়সে একেবারেই ছোট যেমন কেউ স্কুলে, কেউ এসএসসি পরীক্ষা দেবে, কেউ এইচএসসি পরীক্ষা দেবে কিংবা কেউ মাত্র ইউনিভার্সিটিতে উঠেছে।

আমার এবারের জন্মদিন পবিত্র শবেকদরের রাতে পড়েছে। তাই, এই রাতটাকে স্পেশাল বানানোর জন্য তাদের এই উদ্যোগ। রাত জেগে ফজরের আজান পর্যন্ত তারা সাহরি বিতরণ করেছে আর সকালে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। এই অল্প বয়সে তাদের চিন্তা-ভাবনা এতো ভালো, এতো পরিপক্ক যা দেখে আমার চোখে পানি চলে আসলো। তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন তিনি।

তার ভক্তদের একটা অংশের প্রত্যাশা, সিনেমাতেও আসবেন মেহজাবীন। আবার কেউ কেউ মনে করেন, নাটকেই তিনি মানানসই। তবে সংশয়ের অবসান ঘটিয়ে মেহজাবীন কখনও সিনেমায় পা রাখবেন কি না, সেটা সময়ই বলে দেবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কাঁদলেন মেহজাবীন

আপডেট সময় ১০:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

দেশীয় টেলিভিশনের জনপ্রিয়তার তুঙ্গে থাকা তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন।

মেহজাবীন কাজের বাইরে প্রায় সময়ই দেশ কিংবা দেশের বাইরে ঘুরতে ভালোবাসেন। ১৯ এপ্রিল তার জন্মদিন। এবারের ঈদে তার কোনো নাটকে দেখা নেই তার। আপাতত নাটক থেকে দূরেই আছেন বলা চলে। এদিকে তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন এক ভিডিও। পাঠকের জন্য তা হুবহু প্রকাশ করা হলো।

তিনি লেখেন, ‘নিঃস্বার্থ ভালোবাসা হয়তোবা এটাকেই বলে। ঘুম থেকে উঠে যখন এই ভিডিওটা আমি পাই নিজেকে লাকি ছাড়া আর কোনো কিছুই মনে হচ্ছিল না। আমার কিছু লয়েল ফ্যান কিংবা সাপোর্টার যাই বলুন না কেন আছে গত কয়েক বছর ধরে। তারা বয়সে একেবারেই ছোট যেমন কেউ স্কুলে, কেউ এসএসসি পরীক্ষা দেবে, কেউ এইচএসসি পরীক্ষা দেবে কিংবা কেউ মাত্র ইউনিভার্সিটিতে উঠেছে।

আমার এবারের জন্মদিন পবিত্র শবেকদরের রাতে পড়েছে। তাই, এই রাতটাকে স্পেশাল বানানোর জন্য তাদের এই উদ্যোগ। রাত জেগে ফজরের আজান পর্যন্ত তারা সাহরি বিতরণ করেছে আর সকালে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। এই অল্প বয়সে তাদের চিন্তা-ভাবনা এতো ভালো, এতো পরিপক্ক যা দেখে আমার চোখে পানি চলে আসলো। তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন তিনি।

তার ভক্তদের একটা অংশের প্রত্যাশা, সিনেমাতেও আসবেন মেহজাবীন। আবার কেউ কেউ মনে করেন, নাটকেই তিনি মানানসই। তবে সংশয়ের অবসান ঘটিয়ে মেহজাবীন কখনও সিনেমায় পা রাখবেন কি না, সেটা সময়ই বলে দেবে।