ভিপি নুরকে ‘পলাতক’ দেখিয়ে আদালতে চার্জশিট
- আপডেট সময় ০৬:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১০০ বার পড়া হয়েছে
২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলার তদন্ত শেষে নুরকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
একই বছরের ১৯ এপ্রিল নুরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সংগীতশিল্পী ইলিয়াস হোসেন। মামলার চার্জশিটে বলা হয়, আসামি নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দেন, যার মাধ্যমে তিনি ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করেন।
তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫-২৮-২৯-৩১ ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। তবে ৩৫ ধারায় অপরাধ প্রমাণিত হয়নি। নুর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চার্জশিট দাখিল করা হয়েছে। সাক্ষীরা আদালতে ঘটনার সত্যতা প্রমাণ করবেন। মামলার বাদী ইলিয়াস হোসেন বলেন, নুর আওয়ামী লীগকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আমি মামলা করেছিলাম। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এ মামলার বিচার দ্রুত শেষ হোক। তার শাস্তি হোক সেই প্রত্যাশা করছি।
এ বিষয়ে নুর বলেন, এসব মামলা ভিত্তিহীন। বিরোধী দলকে দমনের জন্য এই মামলা তাদের একটি অস্ত্র। হয়রানিমূলক মামলা আইনগতভাবে মোকাবিলা করব। প্রকৃত অপরাধী হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জরি করলে কী হয় তখন দেখা যাবে। তাছাড়া আমি দেশেই আছি। নিয়মিত মিছিল-মিটিং করছি। আমাকে পলাতক দেখিয়ে মিথ্যাচার করা হয়েছে।