১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
স্ত্রী হেমিং উইলিস বর্তমানে তার স্বামীর আর্থিক বিষয়গুলো তদারকি করছেন পেশাদার পরামর্শকদের সহায়তায়।

ডিমেনশিয়ায় ভোগা উইলিসের ২৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি দেখভাল করছে কে

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৮:২৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

 

‘ডাই হার্ড’ ফ্র্যাঞ্চাইজির তারকা ব্রুস উইলিস ‘ডিমেনশিয়ায়’ ভুগছেন বছর কয়েক হয়েছে। সত্তর বছর বয়সী এই তারকা এখন ঠিকমত হাঁটতে বা স্পষ্ট করে কথা বলতে পারেন না। স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে দিনকে দিন।

সিনেমার আলোর বাইরে থাকে এই অভিনেতার জীবন এখন কাটছে পরিবারের সান্নিধ্যে, সন্তানদের ভালোবাসায়।

অভিনয়, বিজ্ঞাপন, বিনিয়োগ, রয়্যালিটি ও অন্যান্য আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলার দাঁড়িয়েছে বলছে লিখেছে এনবিসি।

বিপুল অংকের এই সম্পত্তি কে বা কারা দেখভাল করছে তা নিয়ে প্রতিবেদন করেছে কয়েকটি সংবাদমাধ্যম।

এনবিসি লিখেছে উইলসের পরিবার একটি বিবৃতিতে অভিনেতার অসুস্থতার খবর দিয়েছেন। তাদের মধ্যে তার সাবেক স্ত্রী ডেমি মুরও আছেন।

অভিনেতার রোগের নাম ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা এফটিডি, যার এখনও কোনো চিকিৎসা বের হয়নি।

ওই বিবৃতিতে বলা হয়, “ব্রুস উইলিস পুরোপুরি ডিমেনশিয়ায় আক্রান্ত। দুর্ভাগ্যের বিষয় অন্যের সঙ্গে কথাবার্তা বা যোগাযোগ তৈরিতে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বিষয়টি বেদনাদায়ক। তবে রোগ নির্ণয় হওয়া স্বস্তির।”

‘দ্য সিক্সথ সেন্স’, ‘আর্মাগেডন’, ‘আনব্রেকেবল’সহ বহু ব্লকবাস্টার সিনেমা ব্রুস উইলিস উপহার দিয়েছেন বলিউডের দর্শকদের। তবে তিনি জনপ্রিয়তা পান ‘ডাই হার্ড’ সিরিজ দিয়ে।

‘ডাই হার্ড’ ফ্র্যাঞ্চাইজিতেই তার আয় ছাড়িয়ে যায় ১০০ মিলিয়ন ডলার। ২০০০ সালের ‘আনব্রেকেবল’ সিনেমায় অভিনয় করে তিনি পান ২০ মিলিয়ন ডলারের পারিশ্রমিক।

‘আর্মাগেডন’ সিনেমা তার ঘরে আনে ১৪.৮ মিলিয়ান ডলার।

এছাড়া বিজ্ঞাপন, বিনিয়োগ ও অন্যান্য আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৫০ মিলিয়ন ডলার।

অভিনেত্রী ডেমি মুরকে উইলিস বিয়ে করেন ১৯৮৭ সালে। তাদের সংসারে তিন মেয়ে রুমার, স্কাউট ও তালুলাহ।

২০০০ সালে মুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা বিয়ে করেন মডেল ও স্কিনকেয়ার উদ্যোক্তা এমা হেমিংকে। তাদের দুই মেয়ে ম্যাবেল ও এভলিন। স্ত্রী হেমিং উইলিস বর্তমানে তার স্বামীর আর্থিক বিষয়গুলো তদারকি করছেন পেশাদার পরামর্শকদের সহায়তায়।

উইলিসের যাবতীয় সম্পত্তি তার পাঁচ মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে অভিনেতার অতীত কোনো সিদ্ধান্ত সামনে আসেনি বা পরিবারের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

স্ত্রী হেমিং উইলিস বর্তমানে তার স্বামীর আর্থিক বিষয়গুলো তদারকি করছেন পেশাদার পরামর্শকদের সহায়তায়।

ডিমেনশিয়ায় ভোগা উইলিসের ২৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি দেখভাল করছে কে

আপডেট সময় ০৮:২৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

 

‘ডাই হার্ড’ ফ্র্যাঞ্চাইজির তারকা ব্রুস উইলিস ‘ডিমেনশিয়ায়’ ভুগছেন বছর কয়েক হয়েছে। সত্তর বছর বয়সী এই তারকা এখন ঠিকমত হাঁটতে বা স্পষ্ট করে কথা বলতে পারেন না। স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে দিনকে দিন।

সিনেমার আলোর বাইরে থাকে এই অভিনেতার জীবন এখন কাটছে পরিবারের সান্নিধ্যে, সন্তানদের ভালোবাসায়।

অভিনয়, বিজ্ঞাপন, বিনিয়োগ, রয়্যালিটি ও অন্যান্য আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলার দাঁড়িয়েছে বলছে লিখেছে এনবিসি।

বিপুল অংকের এই সম্পত্তি কে বা কারা দেখভাল করছে তা নিয়ে প্রতিবেদন করেছে কয়েকটি সংবাদমাধ্যম।

এনবিসি লিখেছে উইলসের পরিবার একটি বিবৃতিতে অভিনেতার অসুস্থতার খবর দিয়েছেন। তাদের মধ্যে তার সাবেক স্ত্রী ডেমি মুরও আছেন।

অভিনেতার রোগের নাম ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা এফটিডি, যার এখনও কোনো চিকিৎসা বের হয়নি।

ওই বিবৃতিতে বলা হয়, “ব্রুস উইলিস পুরোপুরি ডিমেনশিয়ায় আক্রান্ত। দুর্ভাগ্যের বিষয় অন্যের সঙ্গে কথাবার্তা বা যোগাযোগ তৈরিতে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বিষয়টি বেদনাদায়ক। তবে রোগ নির্ণয় হওয়া স্বস্তির।”

‘দ্য সিক্সথ সেন্স’, ‘আর্মাগেডন’, ‘আনব্রেকেবল’সহ বহু ব্লকবাস্টার সিনেমা ব্রুস উইলিস উপহার দিয়েছেন বলিউডের দর্শকদের। তবে তিনি জনপ্রিয়তা পান ‘ডাই হার্ড’ সিরিজ দিয়ে।

‘ডাই হার্ড’ ফ্র্যাঞ্চাইজিতেই তার আয় ছাড়িয়ে যায় ১০০ মিলিয়ন ডলার। ২০০০ সালের ‘আনব্রেকেবল’ সিনেমায় অভিনয় করে তিনি পান ২০ মিলিয়ন ডলারের পারিশ্রমিক।

‘আর্মাগেডন’ সিনেমা তার ঘরে আনে ১৪.৮ মিলিয়ান ডলার।

এছাড়া বিজ্ঞাপন, বিনিয়োগ ও অন্যান্য আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৫০ মিলিয়ন ডলার।

অভিনেত্রী ডেমি মুরকে উইলিস বিয়ে করেন ১৯৮৭ সালে। তাদের সংসারে তিন মেয়ে রুমার, স্কাউট ও তালুলাহ।

২০০০ সালে মুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা বিয়ে করেন মডেল ও স্কিনকেয়ার উদ্যোক্তা এমা হেমিংকে। তাদের দুই মেয়ে ম্যাবেল ও এভলিন। স্ত্রী হেমিং উইলিস বর্তমানে তার স্বামীর আর্থিক বিষয়গুলো তদারকি করছেন পেশাদার পরামর্শকদের সহায়তায়।

উইলিসের যাবতীয় সম্পত্তি তার পাঁচ মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে অভিনেতার অতীত কোনো সিদ্ধান্ত সামনে আসেনি বা পরিবারের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম